এবার সাকিবের সমর্থনে ভন-সাইমনের যুক্তি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৩ | ৯:১১                             প্রিন্ট করুন
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৩ | ৯:১১                             প্রিন্ট করুন
Link Copied!

বিশ্বকাপজুড়ে নানা সীমাবদ্ধতায় আসরটি সেভাবে জমে উঠেনি। উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়েছে মাত্র ২–৩টি ম্যাচ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা এখন পুরো ক্রিকেট মহলে। নিয়ম মেনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ‘টাইমড আউটে’র আবেদন করলেও, বিষয়টি ক্রিকেট স্পিরিটের পরিপন্থি বলে আওয়াজ তুলেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। তবে এবার সাবেক দুই ক্রিকেটার সাকিবকে সমর্থন জানিয়েছেন।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ব্রেক করে নিয়মিতই। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ম্যাথিউসের মাথায় থাকার কথা ছিল আমার প্রথম বলটা খেলতে হবে।’

এই লঙ্কান ক্রিকেটার বুদ্ধিমানের পরিচয় দেননি বলে মত ভনের, ‘তার হেলমেটের ফিতা ছিড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়ার দরকার ছিল। ও সাকিবকে খেলছিল, কিন্তু ফিতা ছেড়ায় আঘাত পাওয়ারও সম্ভাবনা ছিল। তবুও ও প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারতো। তাহলেই সমস্যা হতো না।’

নিয়ম মেনে সাকিবের আবেদন করার অধিকার আছে বলে মত সাবেক এই ইংলিশ ক্রিকেটারের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু সে তার অধিকারের মধ্যেই আছে। আইনের মধ্যেই আছে এটা। হয়তো কোনো কোনো অধিনায়ক বলতো যে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সাকিব তার অধিকারের ভেতর থেকেই করেছে।’

একই অনুষ্ঠানে সাইমন ডুল আউটটি নিয়ে বলেন, ‘ম্যাথিউস সাকিবের কাছে যেতে পারতো, গিয়ে বলতে পারতো আমার ফিতাটা ছিড়ে গিয়েছে। আমি কী এক-দুই মিনিট পেতে পারি। আম্পায়ারের কাছে গিয়েও বলতে পারতো। যদি পারতো, তাহলে ঠিক আছে। নয়তো প্রথম বল খেলে তারপর করতো। তার ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব আছে।’

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আনোয়ারায় ফুলতাজ টাওয়ারে রহস্যজনক আগুন রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মো. সোলেমানের দাফন সম্পন্ন আনোয়ারায় পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন বোরহান উদ্দিন মুরাদ কর্ণফুলীতে সিএনজি ট্যাক্সিতে তুলে গরু চুরি, আটক ২ চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস ও প্রণোদনা প্রদান বিশ্ব বিবেকের সামনে গাজায় দুর্ভিক্ষ, হাহাকার হারের অপেক্ষা পঞ্চম দিনে নিল বাংলাদেশ বাস কিংবা গাড়িতে উঠলেই বমি পায়? জেনে নিন সমাধান কখনো ম্যাজিস্ট্রেট কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন তিনি নকলার ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ তথ্য কমিশনের চট্টগ্রাম বিমানবন্দরে ৪৮০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ, দুই যাত্রী ধরা ইঞ্জিন বিকল হয়ে চারদিন সাগরে ভাসছিল ১৩ জেলে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার দিল র‌্যাব ১০৭ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদের ইন্তেকাল শিকলবাহায় হবে এক স্প্যানের স্টিল আর্চ ব্রিজ ফলমণ্ডির ডাস্টবিনে মেয়ে শিশুর বস্তাবন্দী লাশ জুড়ীতে মণিপুরী ঐতিহ্যে লালিত লোকনৃত্য “থাবাল চোংবা” অনুষ্ঠিত স্মার্ট কৈনপুরা বিনির্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল
Design by Raytahost