কর্ণফুলীতে সিএনজি ট্যাক্সিতে তুলে গরু চুরি, আটক ২

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৪ | ১২:২১                             প্রিন্ট করুন
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৪ | ১২:২১                             প্রিন্ট করুন
Link Copied!

কর্ণফুলীতে অভিনব কায়দায় সিএনজিচালিত অটোরিকশা দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ দু’চোরকে জনতা কতৃক আটক করেছে থানা পুলিশ।

৩ এপ্রিল (বুধবার) সকাল ১০টার সময় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মিয়ার হাটে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গরুর মালিক বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মো. ইউসুফ (৫২) চুরির অপরাধে তিনজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

আটক দু’জন হলেন-নোয়াখালী জেলার হাতিয়া থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে এমরান হোসেন (৩৫), পটিয়া থানার বড়লিয়া ছৈয়দ বাড়ির মো. শামসুর ছেলে মোক্তার হোসেন প্রকাশ আক্তার (৩৫) এবং পলাতক রয়েছেন বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. নয়ন হোসের প্রকাশ আরাফাত (২৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কৃষক মো. ইউসুফ মিয়ারহাটের পশ্চিমের জমিতে তিনটি পালিত গরুকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে আসেন। এরমধ্যে একটি লাল কালো ষাড় গরুর ও দুটি সাদা গরু। কিন্তু ৩০ মিনিট পরে গিয়ে দেখেন লাল কালো ষাড় গরুটি নেই।

আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। রশি কেটে কেউ নিয়ে যায়। পরে সকাল ১১ টার দিকে জনৈক কৃষক লোকজন হতে শুনতে পান, একই ইউনিয়নের ডাকপাড়া গ্রামে স্থানীয় লোকজন একটি সিএনজিতে করে গরু নেবার সময় দুজনকে আটক করেছে।

সিএনজি গাড়ির নম্বর চট্ট মেট্টো-খ ১৩-৬২১৭। ঘটনাস্থলে গিয়ে কৃষক নিজের গরুটি সনাক্ত করেন। ততক্ষণে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই চোর ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। একজন পালিয়ে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, সিএনজি অটোরিকশা ও গরুটি উদ্ধার করে থানায় আনা হয়। গাড়িটি জব্দ দেখানো হয়েছে। এ ঘটনায় গরুর প্রকৃত মালিক মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আনোয়ারায় ফুলতাজ টাওয়ারে রহস্যজনক আগুন রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মো. সোলেমানের দাফন সম্পন্ন আনোয়ারায় পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন বোরহান উদ্দিন মুরাদ কর্ণফুলীতে সিএনজি ট্যাক্সিতে তুলে গরু চুরি, আটক ২ চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস ও প্রণোদনা প্রদান বিশ্ব বিবেকের সামনে গাজায় দুর্ভিক্ষ, হাহাকার হারের অপেক্ষা পঞ্চম দিনে নিল বাংলাদেশ বাস কিংবা গাড়িতে উঠলেই বমি পায়? জেনে নিন সমাধান কখনো ম্যাজিস্ট্রেট কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন তিনি নকলার ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ তথ্য কমিশনের চট্টগ্রাম বিমানবন্দরে ৪৮০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ, দুই যাত্রী ধরা ইঞ্জিন বিকল হয়ে চারদিন সাগরে ভাসছিল ১৩ জেলে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার দিল র‌্যাব ১০৭ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদের ইন্তেকাল শিকলবাহায় হবে এক স্প্যানের স্টিল আর্চ ব্রিজ ফলমণ্ডির ডাস্টবিনে মেয়ে শিশুর বস্তাবন্দী লাশ জুড়ীতে মণিপুরী ঐতিহ্যে লালিত লোকনৃত্য “থাবাল চোংবা” অনুষ্ঠিত স্মার্ট কৈনপুরা বিনির্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল
Design by Raytahost