শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৩ পিএম, ২০২০-০৬-১৩
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের শপিংমলে ক্রেতা সেজে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৩ জুন) এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
জরীমানা আদায়কৃতরা হলেন লোহাগাড়া বটতলি স্টেশনের স্টার সুপার মার্কেটের দুবাই জোনের মালিক মো: ফারুককে ৫ হাজার টাকা ও মোহাম্মদীয়া ক্লথ ষ্টোরের মালিক আবুল বশর সওদাগরকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, করোনা সংক্রমনে লকডাউন খুলে দেওয়ার পর নির্দেশনা অমান্য করে বিভিন্ন শপিংমল খোলা রেখে ব্যবসা চালাচ্ছে ব্যবসায়ীরা। ক্রেতা সেজে শপিংমলে অভিযানে গেলে ২টি দোকানের মালিক সামাজিক দূরত্ব না মেনে মুখে মাস্ক ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ২ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি দোকানকে সতর্কতা করে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক : লোহাগাড়া উপজেলার পুটিবিলার বড়ুয়া পাড়া সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭টি ট্রাক ১ টি স্ক...বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি : লোহাগাড়া উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব জিতু।বৃহস্...বিস্তারিত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : : বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এসময় মাদক পরি...বিস্তারিত