শিরোনাম
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ০৯:৪০ পিএম, ২০২০-০৬-১১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা এলাকায় জমি বিরোধের মারামারি ঘটনায় আহত হওয়া মোহাম্মদ মিজান (২২) নামে এক যুবক ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন স্থানীয়রা।
এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার রায়পুর ইউনিয়নের সরঙ্গো এলাকায় নিহতের স্বজরা ও স্থানীয়দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষ নিহত মিজানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন বক্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত মহিবুল্লাহর পরিবার সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিলো মোহাম্মদ জাফরের পরিবারের লোকজনের। গত (১৯ মে) দুপুরে ঘর ঘেষেঁ পুকুর খনন করলে নিষেধ করে মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ মিজান। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মহিবুল্লাহর পরিবারের লোকজনের সাথে। এসময়ে লাটি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে মিজানকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে ট্রিটমেন্টের জন্য বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১০ জুন) সকাল সাড়ে এগারোটায় মারা যায় সে। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘরের মধ্যে তালা লাগিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও পুর্ব পাড়া ঈদগাহ ময়দানে প্রতিবারের ন্যায়...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউপি চেয়ারম্যান পদে শপথ নিল...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আবারো আহ্বায়ক কমিটি গঠন করল আনোয়ারা উপজেলা যুবদল। বুধবার (৩০মার্চ) রাতে কে...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সো...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা (পূর্ব-পশ্চিম) পরি...বিস্তারিত