শিরোনাম
কোরবান আলী টিটু, আনোয়ারা প্রতিনিধি | ১১:৪৮ এএম, ২০২০-০৭-১১
শাহ মোহছেন আউলিয়া সড়কের রুস্তমহাট বাজার থেকে তোলা ছবি
বৃষ্টি হলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে
পায়ে হেঁটে চলাচল সম্ভব নয়। যানবাহনে চলাচল করতে হয়। তারপরও যানবাহন যেতে চায় না লক্কর-ঝক্কর সড়কটি দিয়ে। আর একটু বৃষ্টি হলে আনোয়ারার গুরুত্বপূর্ণ বকতিয়ার সড়কটি পরিণত হয় অবহেলিত কোনো মফস্বলের সড়কে। ইচ্ছে করলে চাষ দিয়ে ধান রোপণও করে ফেলা যায়।
উপজেলার শাহ মোহছেন আউলিয়া সড়ক খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ১৪ কিলোমিটার এই সড়কের বেহাল দশা গেল ৬-৭ বছর ধরে। এই সড়কের পাশে রয়েছে আধ্যাত্বিক শাহসুফি হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার,শাহ মোহছেন আউলিয়া শাহী জামে মসজিদ,আনোয়ারার গুরুত্বপূর্ণ বাজার রুস্তম হাট,শাহ মোহছেন আউলিয়া কলেজ,এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়,এস এম আউলিয়া প্রাথমিক বিদ্যালয়,ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসাসহ আরো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান। মাজার সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই সড়কে হাজার হাজার মানুষ যাতায়াত করে।
সড়কটির মালিক বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। পানি নিষ্কাসনের যায়গা না রেখে প্রাচীর নির্মাণ,ভিটাভরাট,বসতবাড়ি নির্মাণ করায় সড়কটির অবস্হা নাজুক হয়ে যাচ্ছে এমন অভিযোগ করেছেন সওজের এক কর্মকর্তা।
শাহ মোহছেন আউলিয়া (রহ.) জামে মসজিদের মুয়াজ্জিন মো. ছগির বলেন, “সড়কটির দুর্দশা ও বেহাল অবস্থার কারণে সমস্যায় পড়তে হয় নামায পড়তে আসা মুসল্লিদের। আর একটু বৃষ্টি হলে চরম দুর্ভোগে পোহাতে হয়।”
পথচারী শওকত মিয়া (২৮) বলেন,
“খানাখন্দে ভরে যাওয়া সড়কটি দিয়ে আমরা চলাচল করতে পারি না। বৃষ্টি হলে এই সড়কে যাওয়া ছেড়ে দেই। জানি না এই সড়কটি নির্মাণে মন্ত্রীর বোধোদয় হবে কী না।”,
রিকশাচালক মফিজ (২৫) জানান, বিকল্প কোন সড়ক না থাকায় সড়কটি বর্জন করে চলাচল করতে পারি না।“কোনো গর্ভবতী নারীকে এই সড়ক দিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বিপদ নেমে আসবে নিশ্চিত,” বলেন তিনি।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী কুতুবউদ্দিন তালুকদার জানান,সড়কটিতে পানি নিস্কাসনের কোন ব্যবস্হা না থাকায় সড়কটি তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি কমলে সড়কটির ভাঙ্গা অংশে কাজ করা হবে। কর্তৃপক্ষ সড়কটির কাজের জন্য দ্রুত ব্যবস্হা নিবে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও পুর্ব পাড়া ঈদগাহ ময়দানে প্রতিবারের ন্যায়...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউপি চেয়ারম্যান পদে শপথ নিল...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আবারো আহ্বায়ক কমিটি গঠন করল আনোয়ারা উপজেলা যুবদল। বুধবার (৩০মার্চ) রাতে কে...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সো...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা (পূর্ব-পশ্চিম) পরি...বিস্তারিত