শিরোনাম
কোরবান আলী টিটু, আনোয়ারা প্রতিনিধি | ০৩:২৬ এএম, ২০২০-০৬-১৯
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার শরীফ
বারো আউলিয়ার পুণ্য এবং ধন্য ভূমি চট্টগ্রাম আবাদ হয় পীর, আউলিয়া, ফকির দরবেশগণের মাধ্যমে চট্টগ্রামে প্রকৃত পক্ষে ইসলামের পতাকা উড্ডীন হয় সুদূর আরব থেকে আগত পীর আউলিয়াদের দ্বারা। হযরত মুহাম্মদ (স.) কর্তৃক ইসলাম ধর্ম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর সাহাবী, পীর, আউলিয়া, ফকির, দরবেশগণ সারা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠিত করেন। সুদূর আরব থেকে চট্টগ্রামে আগত পীর আউলিয়া, ফকির, দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ অলি হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) অন্যতম একজন। চট্টগ্রামে তাঁর আগমনের সময় কাল সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় তের শতকের শেষের দিকে তিনি চট্টগ্রামে আগমন করেছিলেন। তিনি প্রখ্যাত পীর হযরত বদর শাহ (রহ.) এর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) আদি নিবাস ইয়েমেনে। তাঁর পূর্বপুরুষের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলাম প্রচারে নেমে যান। তিনি ইয়েমেন থেকে প্রথমে ভারতে গৌড় রাজ্যে আগমন করেন। গৌড়রাজ্য তখন শিক্ষা, শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। গৌড়রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) সাগর পথে চট্টগ্রামে আগমন করেন। তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দেয়াং এর পাহাড়ে আস্তানা গড়েন। দেয়াং এর পাহাড়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তাঁর অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করত।
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর পরিচয় পাওয়ার পর সেসময় দলে দলে মানুষ এসে তাঁর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করেন। অল্প সময়ের মাঝে তাঁর অসংখ্য ভক্ত এবং মুরীদ সৃষ্ঠি হয়। বর্তমানে দেশে বিদেশে অগনিত ভক্ত রয়েছে। দীর্ঘসময় চট্টগ্রাম অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে পরিণত বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের পর তাঁকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিউরী গ্রামে দাফন করা হয়। তাঁর কবরখানি শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবরখানি নদীর ভাঙ্গঁনের কবলে পড়লে হযরত মোহছেন আউলিয়া (রহ.) আনোয়ারার বটতলী ইউনিয়নের একজন বিশিষ্ঠ ব্যক্তিকে স্বপ্ন যোগে জানান যে তাঁর কবরখানি বটতলীতে স্থানান্তরিত করা হোক। কিন্তু সেই বিশিষ্ঠ ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি। পরবর্তী পর্যায়ে বটতলীর অপর তিন ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে একই কথা জানান। ঐ তিন ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের ওপর একটি লাশ ভেসে আছে। তারা ঐ লাশ বটতলীতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করে। যেখানে তাঁর লাশ দাফন করা হয় সেখানে এখন তাঁর পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথর খন্ড করে ভেসে এসেছিলেন তা এখনও পর্যন্ত তাঁর পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয়। এই পাথর থেকে সারা বছর ধরে পানি ঝরে। এই পানি ভক্তরা নিয়ত করে পান করেন রোগ মুক্তির জন্য। মহান বুজুর্গ অলি হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর পবিত্র মাজার শরীফে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন তাদের স্ব স্ব মনোবাসনা নিয়ে। আল্লাহর অশেষ কৃপায় এবং এই মহান বুজুর্গের উছিলায় প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়। কথিত আছে জঠিল, কঠিন রোগ থেকে মুক্তির জন্য ভক্তরা বিশেষ করে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) মাজারে আসেন। এই মহান বুজুর্গের বার্ষিক ওরশ শরীফে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত যোগদান করে থাকে। প্রতিবারের মত এবারেও আগামীকাল ২০ জুন (৬ আষাঢ়) এই মহান বুজুর্গের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এইবার প্রথম মহামারি করোনাভাইরাসের কারণে সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।সামাজিক দূরত্ব নিশ্চিত করে ওরশের সকল কার্য সম্পাদন করা হবে। সবাই নিজ নিজ অবস্হান থেকে ওরশ শরীফ পালন করতে পারবেন। এই মহান বুজুর্গের উছিলায় আমাদের প্রত্যেকের ওপর শান্তি বর্ষিত হোক,মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি দেওয়া হোক,আমিন।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও পুর্ব পাড়া ঈদগাহ ময়দানে প্রতিবারের ন্যায়...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউপি চেয়ারম্যান পদে শপথ নিল...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আবারো আহ্বায়ক কমিটি গঠন করল আনোয়ারা উপজেলা যুবদল। বুধবার (৩০মার্চ) রাতে কে...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সো...বিস্তারিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা (পূর্ব-পশ্চিম) পরি...বিস্তারিত