বুধবার , ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জনগনের নির্বাচিত প্রতিনিধি আমি আমার আসনে দ্বৈতশাসন চলবেনা : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

প্রকাশিত হয়েছে-
আনোয়ারা-কর্ণফুলীতে থানার দালালি,কোন অন্যায় জুলুম বরদাশত করা যাবেনা। আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি,এখানে কোন দ্বৈতশাসন চলবেনা,অন্যায়কে আগেও প্রশ্রয় দিই নাই,এখনো দিবনা।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনোয়ারা উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ভূমিমন্ত্রী ও ভূমিমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। অনুষ্ঠানে ইউএনও ইশতিয়াক ইমন সভাপতিত্ব করেন।
এসময় তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও সতর্কবার্তা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,চেয়ারম্যান নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ,আমিন শরীফ,শামসুল ইসলাম,অসিম কুমার দেব,আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,কলিমউদ্দিন,মো. ইদ্রিস,বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ সহ অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ ৩৩ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বিতরণ করা হয়।